নীলফামারী: আত্নীয় বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রেশমা বেগম(১১) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলা পাঙ্গামটকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে। রেশমা ডোমার বালিকা বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ও ডোমার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পূর্ব চিকনমাটি গ্রামের রিজভী আহমেদের মেয়ে বলে জানা গেছে। পারিবারিক সুত্র মতে রেশমা গত সোমবার বিকেলে নিজবাড়ি থেকে রেশমা তার ফুপা ওই এলাকার জহুরুল ইসলামের বাড়ীতে বেড়াতে যায়। মঙ্গলবার বিকালে আতœীয়র বাড়ির ঘরে টেলিভিশনের দেখার জন্য সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে সে জড়িয়ে যায়। তাকে উদ্ধার করে ডোমার উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।