শিক্ষাঙ্গন ডেস্ক : ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকালে এ পরীক্ষায় ২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নোত্তর আমাদের হাতে এসেছে। চলুন মিলিয়ে নেই:
১. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
উ : ৪২ টাকা
২. a- [a-{a-(a-1)] প্রশ্নটাতে অনেক সমস্যা মনে হয়েছে। তবে প্রশ্ন a- [a-{a-(a-(a- 1))}] হলে উত্তর হবে : a-1
উ : 1
৩. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উ : ২০%
৪. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?
উ : ২৬০
৫. x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত?
উ : 4
৬. 1+3+5+ ——-+ 2x-1
উ : x(x+1)/2
৭. logv3(81) =
উ : 8
৮. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
উ : 8 (Eight)
৯. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত?
উ : 0
১০. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4v2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
উ : 16
১১. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x=?
উ : 34
১২. ত্রিভুজ ABC এ <A=40 <B=70 হলে, ABC কি ধরনের ত্রিভুজ?
উ : সমদ্বিবাহু
১৩. 12 টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই কড়া যায় যেখানে ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
উ : 120
১৪. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
উ : 2/7
১৫. x2 + y2 = 185, x-y= 3 এর একটি সমাধান কত?
উ : (১১,৮)
১৬. ২ এর কত শতাংশ ৮ হবে?
উ : 400
১৭. 45, ? , 35
উ : 31
১৮. 5+3= 28
9+1=810
2+1 =13
5+4 =?
উ : 19
১৯. ইংরেজি বর্নমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
উ : H
২০. V(15.6025)=?
উ : 3.95
২১. 3,7,4,14,5,21,6,?
উ : 28
২২. 1+5+9+……+81=?
উ : 861
২৩. প্রশ্নবোধক চিহ্ন (?) এর স্থানে কি বসবে?
উ : J8
২৪. দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
উ : উত্তর নেই
২৫.
উঃ b
২৬.
উ : 8kg
২৭. প্রশ্নবোধক স্থানে কয়টি বসবে?
3,10,9,8,
উ : 2
২৮. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
উ : OTTO
২৯. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
উ : ২ ফুট।
১। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি
– ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ
– ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কব
– ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি
– ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড
– ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর
– অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম
– পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ?
– শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল
– ১৭৭০
১০। ৬ দফা
– ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল?
– পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে
– আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম
– পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ?
– ইসলাম খান
১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ?
– ১৯টি।
১৬। শুভলং ঝরণা কোথায়
– রাঙামাটি
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ
-পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায়
– ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ?
-অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন
– ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি
– কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ
–৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম
– লালপুর , নাটোর
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?
–১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য
– ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ?
-এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ?
—প্রধানমন্ত্রী
২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
-৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে
২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল
– ১১১টি
৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?
– ৪।
১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ?
উ : জ+ঞ
২. নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ?
উ : নিখিলেস
৩. ঘরে বাইরের উপনাসের চরিত্র
উ : বিমলা
৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উ : ৮টি
৫. বিষাদসিন্ধু একটি
উ : ইতিহাস আশ্রিত উপন্যাস
৬. সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে
উ : ১৯১৪
৭. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
উ : পায়ের আওয়াজ পাওয়া যায়
৮. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম
উ : শ্রীচৈতন্য
৯. কোনটি জসিমউদ্দিন নাটক
উ : বেদের মেয়ে
১০. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উ : ১৭৬০সালে
১১। কোনটি উপন্যাস নয় ?
উ : কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
১২. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
উ : মুখরা রমনী বশীকরণ
১৩. তোহফা কাব্যটি কে রচনা করেন ?
উ : আলাওল
১৪. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?
উ : কবিগান
১৫. নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ?
উ : দৃষ্টিপাত
১৬. যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য
উ : সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা)।
১৭. কোনটি শওকত ওসমানের রচনা নয় ?
উ : ভেজাল
১৮. এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?
উ : বিশেষণ।
১৯. হেড মৌলভী কোন ভাষার শব্দ ?
উ : ইংরেজি + ফার্সি
২০. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ : রবি + ইন্দ্র
২১. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর?
উ : মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
২২. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?
উ : ব্ +ন্+ধ্+ন
২৩. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উ : উত্কর্ষ
২৪. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?
উ : কুহেলিকা
২৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
উ : বীরাঙ্গনা
২৬. একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?
উ : সোনার তরি
২৭. আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?
উ : আবু জাফর ওবায়দুল্লাহ
২৮. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম
উ : গ্রামবার্তা প্রকাশিকা
২৯. ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
উ : জ্ঞানাঙ্কুর
৩০. রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ?
উ : রামরাম বসু
৩১. কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘ ব্যবহার হয়েছে ?
উ : প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ এ প বর্গীয় পর ব তার পর ণ )
৩২. কোনটি বিশেষ্য পদ ?
উ : জাত
৩৩. কোনটি সমাসবদ্ধ পদ
উ : তপোবন
৩৪. কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ?
উ : সম্ভবত শুভেচ্ছা উত্তর হবে। কারণ এটি সন্ধি যোগে হয়েছে। প্রশ্ন মনে হয় ভুল আছে।
১. আরবলীগ প্রতিষ্ঠ হয় কবে?
উ : ১৯৪৫ সালে।
২. NAM বর্তমানে এর সদস্য সংখ্যা?
উ : সঠিক উত্তর নাই । ১২০ হওয়ার কথা।
৩. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ?
উ : ২০০২ সালে।
৪. ইয়াল্টা কনফারেন্স
উ : জাতিসংঘ প্রতিষ্ঠা
৫. ওয়ার এন্ড পিস এর লেখক
উ : লিও টলস্টয়
৬. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ
উ : আলবেনিয়া
৭. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠা
উ : ১৯৪৫
৮. সার্ক প্রতিষ্ঠত হয় কবে
উ : ১৯৮৫
৯. IAEA-এর সদর দপ্তর
উ : ভিয়েনা
১০. কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত
উ : চীন
১১. UNDP -প্রধান
উ : প্রশাসক
১২. International Mother Day
উ : 22 Aprill
১৩. সুয়েজ খাল চালু
উ : ১৮৬৯
১৪. প্রেসিডেন্ট উইলসনের 14 Points এ কত পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
উ : XIV. A general association of nations must be formed under specific covenants for the purpose of affording mutual guarantees of political independence and territorial integrity to great and small states alike.
১৫. Red Cross- সদর
উ : জেনেভা
১৬. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির ঐক্য প্রস্তাব‘ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় ?
উ : কোরিয়া সংকট
১৭. জলবায়ু পরিবর্তন মোকাবেলা Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
উ : ১০০বিলিয়ন
১৮. আলে্প্পো শহরটি কোথায়
উ : সিরিয়া
১. নিচের কোন মেমোরিটি Non-volatile?
উ : ROM
২. নিচের কোনটি 3G Language নয়?
উ : Java
৩. নিচের কোন উক্তিটি সঠিক?
উ : ১ কিলোবাইট=১০২৪ বাইট
৪. Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উ : IEEE 802.11
৫. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
উ : WAN
৬. (1011)2+(0101)2=?
উ : (11000)2
৭. Wi-MAX এর পূর্ণরূপ কি?
উ : Worldwide Interoperability for Microwave Access
৮. Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
উ : ক. A+A=1
৯. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর
উ : 16
১০. Mobile Phone-এর কোনটি input device নয়?
উ : Power Supply
১১. নিচের কোনটি ডাটাভেজ Language?
উ : Oracle
১২. Linkedin এর ক্ষেত্রে কোনটি সঠিক?
উ : উপরের সবগুলো
১৩. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
উ : দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
১৪. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
উ : RAM
১৫. Plotter কোন ধরনের ডিভাইস?
উ : আউটপুট
১. Shakespeare’s Measure for Measure is a successful—
উ : comedy
২. In English grammar ______, deals with formation of sentences.
উ : Syntax;
৩. Professor Razzak was a scholar ____ refute.(Fill in the gap)
উ : by
৪. David Coperfield’ is a/an ___ novel.
উ : Victorian
৫. ‘Elegy written in a country churchyard’ is written by-
উ : Thomas Gray
৬. John Smith is good ___ Mathematics. (Fill in the gap)
উ : at
৭. Which of the followings books is written by Thomas Hardy?
উ : The Return of the Native
৮. He insisted __ there. (Fillin the gap)
উ : on my going
৯. The idiom ‘A-stitch in time saves nine’ – refers to the importance of-
উ : timely action
১০. “Frailty thy name is woman”___ is a famous dialogue from.
উ : W. Shakespeare
১১. The poem ‘The Solitary Reaper’ is written by-
উ : W. Wordsworth
১২. Teacher said, “The earth __ round the sun.”
উ : moves
১৩. The romantic age in English literature began with the publication of ___.
উ : Preface to Lyrical Ballads
১৪. Who is known as “the poet of nature” in English literature?
উ : Williams Words Worth
১৫. Identify the correct sentence?
উ : Yesterday, he went home
১৬. “A Passage to India” is written by-
উ : E.M. Forster
১৭. ‘The Merchant of Venice’ is a Shakespearean play about
উ : a Jew