আর নতুন সিনেমা সম্পর্কে মন্তব্যে শাহরুখ জানান, তিনি এখনও আলিয়ার চেয়ে তরুণ।
শাহরুখ বর্তমানে ‘রাইস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এর এক ফাঁকে বুধবার হাজিরা দেন ডাব্বু রতনানির ক্যালেন্ডার প্রকাশনা উৎসবে।
ওই অনুষ্ঠানে একদম সাধারণ পোশাকে দেখা যায় তাকে। এ প্রসঙ্গে জানান, স্যুট পরে আসতে চেয়েছেন। কিন্তু সারারাত শুটিং রয়েছে। ওইখানে এ পোশাকেই আরাম পান।
আলিয়ার সঙ্গে সিনেমা প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, মে-ডিসেম্বরে ‘হাইওয়ে’ তারকার সঙ্গে রোমান্স করবেন কিনা?
‘দিলওয়ালে’ তারকা স্বভাবসুলভ কৌতুকের সঙ্গে জানান, তিনি আলিয়ার চেয়ে তরুণ। তাদের রোমান্স হবে ডিসেম্বর-মে মাসে।



বিনোদন ডেস্ক: বছর খানেক আগে রটে যায় করণ জোহরের সিনেমায় আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। দুইজনের বয়সের পার্থক্যের কারণে আলোচনার ঝড় উঠে ওই সময়। এতোদিন পর জানা গেল, শিগগিরই শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি।

