• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

New Rose Cafe, Saidpur

Anjuman Kombal Bitoron Pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বর) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) সকালে বিরল উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত “বহলা স্মৃতিস্তম্ভ” প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেল, ৭নং বিজোড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার সদস্য মো. শামিম কবির, আলহাজ্ব মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, মো. মোজাফ্ফর আলী মিলন, মো. মোজাহার হোসেন তালুকদার, মো. মোতাহার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. তারিকুজ্জামান তারেক, মো. এরশাদুজ্জামানসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার সভাপতি বলেন, আমাদের সীমিত সামর্থ দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মান করা সম্ভব না হলেও আমরা তাদের সাথে মিলিত হতে পেরেছি এটাই আমাদের গৌরবের। আমরা দোয়া করি যেসব মুক্তিযোদ্ধা বহলা ট্রাজেডিতে শাহাদত বরণ করেছেন আল্লাহ পাক যেন সেসব শহীদ মুক্তিযোদ্ধাদের কবুল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ