জয়পুরহাট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গির আস্তানা গড়তে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে কমিউনিটি পুলিশিং এর সমাবেশে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘দেশে জঙ্গিবাদের প্রতিটি ঘটনা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী উদঘাটন করেছে। জঙ্গিরা কখনই নিজ এলাকায় তৎপরতা চালায় না। ভিন্ন এলাকায় গিয়ে তারা তৎপরতা চালায়। তাই অপরিচিত কেউ আপনার এলাকায় এলে, বাসা ভাড়া নিয়ে থাকলে তার প্রতি নজর রাখুন এবং আইনশৃঙ্ঘলা বাহিনীকে সহযোগিতা করুন। জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে নেই। এই ম্যাসেজ ছড়িয়ে দিন সারা দেশে।’
পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক আব্দুর রহিম।
জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি গোলাম হক্কানি, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ।
কমিউনিটি পুলিশিং সমাবেশের আগে মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামে প্রথম সশস্ত্র প্রতিরোধ’ ৭১ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আইজিপি।পরে তিনি জয়পুরহাট পুলিশের ওয়েবসাইট ও কমিউনিটি পুলিশিং এর নিউজ পোর্টাল উদ্বোধন করেন।