নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নীলফামারী থানা কমিউিনিটি পুলিশিং আয়োজনে কুন্দুপুকুর ইউনিয়নের দারোয়ানী টেক্সটাই মিল বাজার মাঠে কমিউিনিটি পুলিশিং সমাবেশ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কমিউনিটি পুলিশং এর আহবায়ক ও ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে সমাবেশ ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতাদেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
নীলফামারী পুলিশের রির্জাভ অফিসার (আর.ও) আনোর হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বক্তৃতাদেন।
এসময় অন্যান্যদের মধ্যে কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহজাহান আলী, সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, সোনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলা মান্নান শাহ্ মান্নু বক্তৃতাদেন।
এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওপের হাউজ ডে শেষে সেখানে জেলা পুলিশের উদ্যোগে আট শতাধিক দরিদ্র ও অসহায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার জাকির হোসেন খান।