বগুড়া : বগুড়ার শাজাহানপুরে নার্সিং কলেজের শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঢাকন্তা গ্রামের তোজাম্মেল হকের ছেলে মিন্টু মিয়া ওরফে ঢাকাইয়া মিন্টু (৩৬) ও বেজোড়া গ্রামের আবুল কালামের ছেলে ইজিবাইক চালক রাকিব (২৫)।
পুলিশ জানায়, বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার নার্সিং কলেজের এক ছাত্রী (১৬) শুক্রবার বগুড়ার কলোনি এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে আসে। সেখানে বান্ধবীর সঙ্গে কথাকাটাকাটি হলে মেয়েটি সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে বনানী স্ট্যান্ডে আসে। সেখানে মেয়েটিকে ঘোরাঘুরি করতে দেখে সিএনজি অটোটেম্পোর চেইন মাস্টারসহ ৪-৫ জন মেয়েটিকে ফুসলিয়ে নিশ্চিন্তপুর দক্ষিণপাড়ায় মৃত তোজাম্মেল হকের মাদকাসক্ত ছেলে বাদলের (২৮) ফাঁকা বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে রাত ৩টার দিকে মেয়েটি কৌশলে ওই বাড়ি থেকে বাইরে এসে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা সটকে পড়লেও মেয়েটির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার দুপুরে মিন্টু ও রাকিব নামে দুই ধর্ষককে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, ইতিমধ্যেই মেয়েটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।