ঢাকা : চাঁদাবাজির মামলায় ঢাকা মহানগর কোতোয়ালি থানার এসআই (সাময়িক বরখাস্ত) নুরুল আমিন খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রবিবার এ আদেশ দেন।
মামলায় নুরুল আমিন জামিনে ছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী গোলাম কবির তদন্তে চাঁদাবাজির ঘটনায় নুরুল মূল পরিকল্পনাকারী বলে প্রমাণ পেয়েছেন জানিয়ে জামিন বাতিল করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর মামলার বাদী বিমল চন্দ্র আইচকে অন্যায় লাভের উদ্দেশ্যে বেআইনিভাবে আটক করেন এসআই নুরুল আমিন খান। তিনি খুন ও জখমের ভয় দেখান এবং শারীরিকভাবে নির্যাতন চালান। তিনি বাদীকে দিয়ে জোরপূর্বক এসএ পরিবহনের মাধ্যমে নগদ ১৪ লাখ টাকা আনিয়ে তা গ্রহণ করে নিজের কাছে রাখেন। প্রধান আসামির নেতৃত্বে অন্য আসামিরা বাদীকে আটক রেখে বাদীর মাইক্রোবাস নিয়ে যান এবং বাদীর কাছ থেকে মাইক্রোবাস বিক্রি বাবদ ২০ লাখ টাকা দাম নির্ধারণ করে জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন। বাদীর কাছ থেকে নেওয়া চাঁদা বাবদ ১৪ লাখ টাকা এবং জোরপূর্বক নেওয়া নন জুডিশিয়াল স্ট্যাম্পও আসামির কাছে রয়েছে।
চাঁদাবাজির ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় বিমল চন্দ্র আইচ গত বছরের ১ জানুয়ারি মামলা করেন। মামলার অপর আসামি শামীম খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি