সিসি নিউজ: নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে এক ভবঘুরে মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা হলেন, সুমতি রানী (৫৮)। তিনি জেলার ডোমার উপজেলার হংসরাজ গ্রামের বসন্ত কুমার রায়ের স্ত্রী। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। এলাকাবাসী জানায়, ওই ভবঘুরে মহিলা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারনে তিনি একেক সময় একেক জায়গায় থাকতেন। ঘটনার দিন গতকাল রাতে তিনি তার স্বামীর বাড়ির অন্তত ৩কিলোমিটার দুরে শালমারা গ্রামে ছিলেন। এ গ্রামের একটি খড়ের গাদায় আগুন দিয়ে সে শীত নিবারনের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আগুন তার পড়নের কাপড়ে লেগে যায়। এ অবস্থায় সে দৌড়ে তার স্বামীর বাড়ির দিকে রওনা দেয়। স্বামীর বাড়ীর অদুরেই সে পুরোপুরি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।