• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৯ অপরাহ্ন |

নীলফামারীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

অনিয়মনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতির অবারিত সুযোগ করতেই সরকারী কর্মকর্তার পছন্দসই ব্যাক্তিকে নিয়ে এ কমিটি গঠনকে ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে দুর্নীতির অন্যতম খেতাবপ্রাপ্ত সরকারের এ প্রকেল্পের দায়বদ্ধতাকে ঘিরে। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করেই সরকারী কর্মকর্তার ছত্রছায়ায় তার পছন্দসই ব্যাক্তিকে নিয়ে কমিটি গঠনের এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার ডোমার ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, ওই উপজেলার চিকনমাটি দোলাপাড়া গ্রামের ৪নং ওয়ার্ডে একটি বাড়ী একটি খামার প্রকল্পের অধীনে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পরিচালিত হয়ে আসছে। ওই কমিটির ম্যানেজারের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করছিলেন অনিল শর্মা নামের এক ব্যাক্তি। একটি বাড়ী একটি খামার প্রকল্পের ওই এলাকার ফিল্ড সুপারভাইজার আজাহার আলী দীর্ঘ দিন ধরে ওই কমিটির ম্যানেজারকে দিয়ে নানা অনিয়মের পায়তারা করে আসছিলেন। সমিতির ম্যানেজারের সহায়তা না পাওয়ার ফলে সে সুযোগ অদ্যাবদি হয়ে উঠেনি। ফিল্ড সুপারভাইজার আজাহার আলী তার এ কর্মটি করার জন্য এ বছর কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই ওই গ্রামের ৩নং ওয়ার্ডের ধনাঢ্য প্রভাবশালী প্রভাত কুমার নামের তার একক পছন্দের ব্যাক্তিকে কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করেন। ফিল্ড সুপারভাইজার আজাহার আলীর নির্বাচিত সভাপতি প্রভাত কুমার সম্পদশালী ব্যাক্তি হওয়ায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের কমিটিতে স্থান পাওয়ার যোগ্যতা রাখে না। সমাজের নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার সরকারের ওই প্রকল্পে সরকারী কর্মকর্তা পছন্দসই সম্পদশালী ব্যাক্তিকে দায়িত্বে নিয়ে আসায় এ প্রকল্পের উদ্দ্যেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। জনমনে প্রশ্ন উঠেছে “একটি বাড়ী একটি খামার, অর্ধেক কর্মকর্তার অর্ধেক জনতার”এলাকায় প্রতিষ্ঠিত এ বাক্যটি’র সত্যতার বাস্তবায়ন নিয়ে।
এ ব্যাপারে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ডোমার উপজেলা ফিল্ড সুপারভাইজার আজাহার আলী এ অভিযোগ যাচাই করতে মাঠে যাওয়ার পরামর্শ দেন। এর বেশী তিনি বলতে রাজী হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ