• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন |

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুট্রোস ঘালি আর নেই

un1455638787আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুট্রোস বুট্রোস-ঘালি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো বুট্রোস ঘালির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুট্রোস ঘালি মিশরের নাগরিক। আরব দেশগুলো থেকে তিনি প্রথম ব্যক্তি, যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। ১৯৯২ সালে তিনি জাতিসংঘের মহাসচিব পদে নিযুক্ত হন। এক মেয়াদে পাঁচ বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

বুট্রোস ঘালির মৃত্যুতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ইয়েমেনে মানবিক বিপর্যয় নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার শুরুতে এই নিরবতা পালন করা হয়।

বুট্রোস ঘালি মহাসচিব থাকাকালীন বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জাতিসংঘ। রুয়ান্ডায় গণহত্যা এবং অ্যাঙ্গোলায় গৃহযুদ্ধ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বিশ্বের সর্বোচ্চ এই সংস্থা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘ভুল পদক্ষেপের মহাসচিব’ ছিলেন তিনি।

জাতিসংঘের দায়িত্ব ছাড়ার পর বুট্রোস ঘালি লা ফ্রাঁকোফাঁই নামে ফরাসি ভাষাভাষি জাতিগুলোর সংগঠনের মহাসচিব হিসেবে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে মিশরের তৎকালীন স্বৈরশাসক হোসনি মোবরক দেশটির নতুন মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে বুট্রোস ঘালির নাম ঘোষণা করেন। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য মিশরের ওপর পশ্চিমা বিশ্বের প্রচণ্ড চাপ ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ