• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরে বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ:  নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীর থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী মোনায়েম হোসেনের কাছ থেকে উল্লিখিত পরিমাণ অর্থ জরিমানা আদায় করা হয়। এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় অর্থলোভী কিছু বালু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ড্রেজিং মেশিন দিয়ে খড়খড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে চান্দিয়ার ব্রীজ এলাকায় আকস্মিক এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খড়খড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সময় ব্যবহৃত ড্রেজিং মেশিন, কয়েকটি প্লাষ্টিকের পাইপসহ অন্যন্য সরঞ্জাম ও বালু পরিহনের জন্য ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১০ সালের জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় নদী থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত মোনায়েম হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু ব্যবসায়ী মোনায়েম হোসেন শহরের কুন্দল এলাকার মৃত. জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। অভিযানে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) এম আর সাঈদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ