• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন |
শিরোনাম :

শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চের অবস্থান

ইমরান 1ঢাকা : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর রায় আগামীকাল বুধবার ঘোষিত হবে।

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সকাল ৮টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।

সোমবার গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার গণঅবস্থানে ঘোষণা দিয়ে বলেন, ‘ওই দিন সকাল ৮টা থেকে আমরা প্রজন্ম চত্বরে অতন্দ্র প্রহরী হিসেবে থাকব এবং যতক্ষণ না পর্যন্ত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে দাবি আদায় করে নেব।’

৭ মার্চের ঐতিহাসিক দিনকে স্মরণ করে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গণজাগরণ মঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ