• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন |
শিরোনাম :

১৪ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

মালঢাকা: প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এবারের স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার।

পাটের জীবন রহস্য আবিষ্কারের জন্য এই পদক পাচ্ছেন প্রয়াত অধ্যাপক মাকসুদুল আলমও।

রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও এবারের স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী আবদুস সালাম ও প্রয়াত রফিকুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক এই পদের জন্য মনোনীত করেছে সরকার।

মুক্তিযুদ্ধের সংগঠক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রমানিকও পদকের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার স্বাধীনতা পদকের জন্য ১৪ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে।

স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ