• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :

দুদকের মামলায় ফাঁসলেন ৫ ডাক্তারসহ ১১ জন

দুদকঢাকা: ভুয়া অনুমোদন পত্রে নির্ধারিত দরের চাইতে বেশি দাম দেখিয়ে প্রায়ে এক কোটি টাকা আত্মসাৎ করার মামলায় ফাঁসলেন পাঁচ ডাক্তারসহ ১১ জন।

সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি ওই টাকা আত্মসাতের অভিযোগে মোট ১১ জনকে আসামি করে দুটি মামলা অনুমোদন দিয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. আমিরুল বাদি হয়ে শিগগিরই বরিশালের কোতোয়ালি থানায় ওই দুই মামলা দায়ের করবেন। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদিত মামলায় আসামিরা হলেন- বরিশাল সিভিল সার্জন অফিসের প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. খায়রুল, ডা. আফতাব উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সাইদুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান, বরিশাল জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সৈয়দ মাহবুব হাসান, ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের প্রাক্তন অডিটর মো. রুহুল আমিন চৌধুরী, প্রাক্তন সুপার কাজী মিজানুর রহমান, প্রাক্তন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ঠিকাদার মো. আমিনুর রহমান চৌধুরী এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্স মালিক মো. সাইদুর রহমান খান।

এ বিষয়ে দুদক সূত্র জানায়, আসামিরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নয়টি বিলের ভূয়া অনুমোদন পত্র তৈরি করে। পরে ইডিসিএলের নির্ধারিত দর উপেক্ষা করে বেশি দরে ৫৭টি আইটেমের ঔষধ সামগ্রি বাইরে থেকে ক্রয় করে।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্স মালিক মো. সাইদুর রহমান খান এসব ঔষধ সরবরাহ করেন। এভাবে নয়টি ভুয়া বিলের বিপরীতে ৮৭ লাখ ৬৫ হাজার ৫৯২ টাকা উত্তোলনে সহযোগিতা করেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের ওইসব কর্মকর্তা।

একইভাবে দ্বিতীয় অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, সিভিল সার্জন ডা. মো. খায়রুল বাকি আসামিদের সহযোগিতায় এমএসআর স্ট্যান্ডার্ড দরের চেয়ে অধিক দরে ২৫টি বিপি মেশিন ও ঔষধ কেনা বাবদ ১১ লাখ ১১ হাজার ৩৫১ টাকা তুলে আত্মসাৎ করেন। অসৎ উদ্দেশে এসব সরবরাহ করেছেন ঠিকাদার মো. আমিনুর রহমান চৌধুরী।

এভাবে মোট ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতি সাধন করায় দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় মামলা দুটি অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ