• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন |

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ পেলেন বাংলাদেশি হালিম

হালিমসিসি নিউজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সনদপত্র হাতে পেয়েছেন আবদুল হালিম। ফুটবল মাথায় রেখে ২৭.৫৬ সেকেন্ড স্কেটিং সু পায় দিয়ে ১০০ মিটার অতিক্রম করে দ্রুততম রেকর্ডটি গড়েন।

এই দ্বিতীয় বিশ্বরেকর্ডের স্বীকৃতির সনদপত্র ২৫ এপ্রিল তিনি হাতে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই তথ্য জানান।

তিনি সনদের ছবি পোস্ট করে বলেন, ‘ফুটবল মাথায় রেখে মাত্র ২৭.৬৬ সেকেন্টে স্কেটিং সু পায় দিয়ে ১০০ মিটার অতিক্রম করে দ্রুততম রেকর্ড গড়ি। আপনাদের দোয়ায় এই রেকর্ডসের জন্য দেশবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। গত ২৫ এপ্রিল ২০১৬ তারিখে গিনেস কর্তৃক পক্ষ নিকট থেকে সার্টিফিকেট পেয়েছি। খুবই ভাল লাগছে…’

তিনি আরও বলেন, ‘আপনারা আমার জন্য দেয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন রেকর্ড গড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পূনরায় তুলে ধরে দেশের মুখ উজ্জল করতে পারি’।

উল্লেখ্য, এর আগে তিনি ২০১২ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ