• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :

ডিজিটাল ছাগল চোর!

চুরিআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): সিঁধ কেটে কিংবা গোয়াল ঘরের তালা ভেঙ্গে নয়, রংপুরের বদরগঞ্জে এবার প্রকাশ্য দিবালোকে ছাগল চুরির হিড়িক পড়েছে। গত ২মাসে এই অঞ্চলের ১০টি ছাগল চুরির ঘটনায় জনমনে চুরির আতংক বিরাজ হয়েছে। গ্রীষ্মের শুরুতে ঘনঘন বৃষ্টিতে ভরে গেছে মাঠঘাট, জলে ডুবে গেছে তৃণভুমি ঘাস প্রধান অঞ্চল। তাই উপজেলার লোকজন দিনের বেলায় পাকা সড়কের ধারে গরু ছাগল ও ভেঁড়া বেধে রেখে সংসারের অন্যান্য কাজকর্ম সারছেন। এই সুযোগে একটি চোর সিন্ডিকেট পিক-আপ ভ্যান নিয়ে এসে সড়কের ধারে বেধে রাখা ছাগল ও ভেঁড়া চুরি করে নিয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বদরগঞ্জ পৌর শহর থেকে পুর্বে রংপুর শহর, পশ্চিমে পার্বতীপুর, উত্তরে তারাগঞ্জ ও সৈয়দপুর। এছাড়াও দক্ষিণে ফুলবাড়ী এবং পুর্ব দক্ষিণে চলে গেছে মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়ক। ওইসব সড়ক সংলগ্ন গ্রামের লোকজর সাত সকালে উঠে তাদের পালিত ছাগল ভেঁড়া সড়কের ধারে বেধে রেখে যাবতীয় কাজকর্ম করেন। কিন্তু গত ২মাস ধরে এই এলাকায় ছাগল চুরির হিড়িক পড়ায় জনমনে চুরির আতংক বিরাজ করছে। এবিষয়ে উপজেলার লোহানীপাড়া সাদিয়াপাড়ার হক মিয়া জানান, শুক্রবার সকালে সড়কের ধারে আট হাজার টাকা মুল্যের একটি ছাগল বেঁধে রেখেছিলাম। দুপুরে একটি পিকআপ ভ্যান এসে আমার ছাগলটি তুলে নিয়ে যায়।  শনিবার একই গ্রামের মোক্তার আলীর একটি ও পার্শ্ববর্তী বিলপাড়ার ওয়ারেছ আলীর  একটি ছাগল একই কায়দায় চুরি হয়ে যায়। এসময় ওয়ারেছ আলী আক্ষেপ করে বলেন, এক সপ্তাহ পুর্বে ২০হাজার টাকা মুল্যের একটি ছাগল সড়ক থেকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেছে ডিজিটাল চোর সিন্ডিকেট। গোপিনাথপুর মুছিরহাট এলাকার রমজান আলী মেম্বর জানান, সম্প্রতিকালে সৈয়দপুর সড়ক থেকে দুটি ছাগল ও একটি ভেঁড়া চুরি হয়ে যায়। বিঞ্চুপুর ইউনিয়নের দলুয়া গ্রামের হাছিনুর রহমান বলেন, মাস খানেক আগে মধ্যপাড়া পাথর খনি সড়ক থেকে একটি খাশি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন পিকআপটিকে ধাওয়া করেও ধরতে পারেনি। তারাগঞ্জ সড়কের দিলালপুর মাদারগঞ্জ এলাকার আফতাব উদ্দিন জানান, প্রকাশ্য দিবালোকে সড়ক থেকে একাধিক ছাগল চুরির ঘটনায় আমরা এখন সড়কের ধারে ছাগল বেধে রাখতে সাহস পাইনা। ফুলবাড়ী সড়কের বিঞ্চুপুর এলাকার পাঁচ তেপতি গ্রামের সুবল দাস বলেন, আগে শুনেছিলাম চোরেরা মটরসাইকেল যোগে এসে মাঠ থেকে ছাগল চুরি করে নিয়ে যেত। আর এখন টিকআপ ভ্যান নিয়ে এসে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। অবস্থার দৃষ্টে মনে হয় তারা যেন ডিজিটাল চোর! বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, কেহ এপর্যন্ত এধরনের অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ