• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন |

শ্যামল কান্তি আমার কাছে কোটি টাকা চেয়েছিল

সেলিমসিসি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ বসের ঘটনায় ক্ষমা না চাওয়ার বিষয়ে আবারো অটল রইলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।  তিনি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন উপেক্ষা করে বলেছেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার ঘটনায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করানো হয়েছে। শিক্ষককে কান ধরে উঠ-বস করিয়ে কোনো অপরাধ করিনি। শিক্ষককে যখন আমি জনরোষ থেকে রক্ষা করেছিলাম তখন ওই শিক্ষক নিজেই অবস্থা থেকে রক্ষার জন্য আমাকে অনুরোধ করেছিল। আমি সে কাজটিই করেছি। শিক্ষকের জীবন বাঁচাতেই আমি তাকে কান ধরে উঠ-বস করিয়েছিলাম।  বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টার মতবিনিময় করার সময় সেলিম ওসমান এসব কথা বলেন।  স্কুল শিক্ষককে কানে ধরে উঠবসের ঘটনায় ক্ষমা না চাইলেও আবারও ‘দুঃখ ও লজ্জা’ প্রকাশ করে সেলিম ওসমান বলেন, আমি দুঃখিত ও লজ্জিত। আমি কান ধরে উঠ-বস করিয়েছি সেটাই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু পেছনের ঘটনা কেউ প্রকাশ করেনি।  তিনি আরো বলেন, আমি শিক্ষককে কানে ধরে উঠ বস করানোর কারণে যদি অন্যায় করে থাকি তাহলে এক ছাত্রকে মারধর করেও তো শিক্ষক অন্যায় করেছে। কই তখন তো হাইকোর্ট কিছু বলে না। এখন তো কেউ বলে না শিক্ষার্থী প্রহারে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে। বিচার কী শুধু একটাই।  সেলিম ওসমান বলেন, এখনো পঞ্চায়েত, স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। ইসলাম নিয়ে কটূক্তি করায় স্থানীয় সবাই আমাকে চাপ দিয়েছিল। সে কারণে আমি হিন্দু নয় একজন নাস্তিকের বিচার করেছি।  শিক্ষক শ্যামল কান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার পর আমি শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। ভারতের ভেলুরে পাঠানোর ব্যবস্থা করছিলাম। পকেট খরচের জন্য ২০ হাজার টাকাও দিয়েছি। কিন্তু ওনি ফোন করে জানালেন ওনার তিন মেয়ের বিয়ে বাবদ ৩০ লাখ করে ৯০ লাখ ও তাকে আরো ১০ লাখ এ এক কোটি টাকা দিতে হবে। এ প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। আর তার একটি মেয়ে পাগল তাকেও আমার চিকিৎসাসহ বিয়ে দিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ