• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন |

তিন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে মন্ত্রী

মন্ত্রী মোস্তাফিজুর রহমানসিসি নিউজ: চাঁপাইনবাবগঞ্জে বখাটেরে ধারালো অস্ত্রের আঘাতে আহত চিকিৎসাধীন তিন স্কুলছাত্রীকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় রামেক হাসপাতালে যান তিনি। এ সময় তিনি ওই তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ-খবর মন্ত্রী।
আহতরা হলেন- সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের আবদুল খালেকের মেয়ে তারিন আফরোজ (১৫), অরুনবাড়ি মহিপুর গ্রামের তাজেমুল হকের মেয়ে তানজিমা আক্তার (১৪) ও বেহুলা গ্রামের মোকবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (১৫)। একই সঙ্গে ওই ঘটনায় নিহত শিক্ষার্থী কনিকা রানী ঘোষের পরিবারেরও খোঁজ নেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বখাটের ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রী নিহতের সঙ্গে জড়িতের বিচার দ্রুত করা হবে বলেও ঘোষণা দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আহতদের চিকিৎসার ব্যয় ভার শিক্ষা মন্ত্রণালয় নেবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে কনিকা ঘোষ (১৪) নামে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করে এক বখাটে। এ ঘটনায় তিন ছাত্রী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ