• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন |

ইউপি নির্বাচন: সৈয়দপুরে কেন্দ্র দখলের আশঙ্কায় ৬ প্রার্থী

নির্বাচনসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে পারেন বলে আশঙ্কা করেছেন ছয় চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কার্যালয়ে ওই ছয় চেয়ারম্যান প্রার্থী একটি অভিযোগ দায়ের করেছে।
সূত্র মতে, আগামী ৪ জুন সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে । দায়ের করা  অভিযোগে বলা হয়েছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক চৌধুরী বহিরাগত লোকজন এনে নয়টি কেন্দ্র দখল করবেন। ওই প্রার্থী পথসভা, উঠান বৈঠকে ঘোষণা দিচ্ছেন কেন্দ্রে নয়, ভোট গণনা হবে উপজেলা কার্যালয়ে। আর এমন প্রচারনায় ভীত হয়ে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ওই এলাকার ভোটারা। বিএনপির প্রার্থী আনিসুল হক চৌধুরী, জাকের পার্টির প্রার্থী নানছু হাসান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির প্রার্থী কামরুন নাহার ইরা, স্বতন্ত্র প্রার্থী আজাহারুল ইসলাম ভুতুলু, সামসুল হক ও তাজুল ইসলাম অভিযোগ পত্রটিতে স্বাক্ষর করেছেন।
তবে এনামুল হক চৌধুরী তার বিরুদ্ধে আনীত এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, কেন্দ্র দখলের প্রশ্নই ওঠে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ