• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন |

বদরগঞ্জে ময়ুর নিয়ে মাতামাতি!

Badarganj photo 1 copyআজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): সকালে কড়াই গাছের মগ ডালে শতশত কাকের সাতে লড়াই করছিল একটি বিরল প্রজাতির ময়ুর। তা দেখে বিষ্মিত হয় শহরবাসী। এক সময় লোকজন এলোপাতাড়ি ঢিল ছুড়ে কাকের দলকে তাড়িয়ে দিলেও মযূরটি দিনভর সেখানেই রয়ে যায়। শুধু শহরবাসী নয়, ময়ুর নিয়ে মাতামাতির এই দৃশ্য দেখেছে রংপুর-বদরগঞ্জ মহাসড়কের বুক চিরে চলাচলকারী হাজার হাজার পথচারী। অবশেষে বদরগঞ্জ উপজেলা বনবিভাগের একজন কর্মকর্তা ময়ুরের দায়দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন।
শনিবার ভোরে বদরগঞ্জ পৌর শহরের টিনএনটি অফিস সংলগ্ন একটি কড়াই গাছের মগডালে ৩শত ফুট উঁচুতে বিরল প্রজাতির একটি ময়ুর উড়ে এসে বসে। সকালে কাকের দল টের পেয়ে ময়ুরটিকে তাড়িয়ে দেওয়ার জন্য উপর্যপরি ঠোঁকরাতে থাকে। গাছের ডালে ময়ুর এবং কাকের এই যুদ্ধ দেখেন পথচারীরা। ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা মযূরটিকে একনজর দেখার জন্য সড়কের মধ্যে ভিড় জমায়। যার ফলে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এবিষয়ে প্রত্যক্ষদর্শী.পৌর শহরের আশরাফুল আলম, রনি, সেলিম মিয়া ও বজলুর রশিদ বুলেট জানান, আমরা স্বচক্ষে অনেক ময়ুর দেখেছি। কিন্তু এই বিরল প্রজাতির শান্ত সুবোধ ময়ুর কখনো চোখে পড়েনি। ময়ুরটি সকাল থেকে কাকের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আহত হয়ে যাওয়ায় এখন আর উড়ে যেতে পারছেনা। উর্দ্ধতন কর্তৃপক্ষ এই ময়ুরটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করলে দর্শনার্থীরা ময়ুরটি দর্শন করতে পারতো।
বদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিয়াজ উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর আমার অফিসের লোকজন মযূরটি উদ্ধার করার জন্য দুইবার ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু গাছের মগডালে ময়ুরটি অবস্থান করায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডঃ নাসির খান ময়ুরটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসতে চেয়েছিলেন। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হবেনা ভেবে তিনি বদরগঞ্জে আসেননি।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আবেদা গুলশানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়েছে। উপজেলা বনবিভাগের বিটকর্মকর্তা আব্দুস সবুর বলেন, অতিথি পাখিটিকে (ময়ুরটিকে) জ্বালাতন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আজকের মধ্যে পাখিটি কোথাও উড়ে না গেলে আমরা পাখিটিকে উদ্ধার করার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ