• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন |

ফুলসাগর লেকটিকে পর্যটন কেন্দ্র হিসাবে দেখতে চায় ফুলবাড়ীবাসী

fulsagor photoজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): উত্তরবঙ্গের সীমান্ত ঘেষা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ফুলসাগর লেকটি। উপজেলা সদর থেকে উত্তরে মাত্র ৭০০ মিটার দূরে প্রায় ৩৭ একর আয়তন নিয়ে এটি অবস্থিত। ফুলবাড়ীবাসী এ ফুলসাগর লেকটিকে ঐতিহ্য হিসেবে দেখে আসছে। এ এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ঐতিহ্যবাহী ফুলসাগর লেকটিকে উত্তরাঞ্চলের নাম করা পর্যটন কেন্দ্র হিসাবে দেখা । তাদের স্বপ্ন যদি এটি একটি পর্যটন কেন্দ্রে পরিনত হয় তাহলে হাজার হাজার দর্শনার্থী এখানে এসে ভীর জমাবে । বিশেষ করে ভোরের আকাশে সূর্যের উদিত হওয়া, সন্ধ্যার গোধুলি বেলায় সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটা মুগ্ধ করে তুলবে সকলকে। এ যেন প্রকৃতির এক সৌন্দর্য্য অনুভবের জায়গা।
ফুলসাগর লেক খনন ইতিহাসের ব্যাপারে এলাকাবাসীসুত্রে জানা যায়, একসময় ফুলসাগর লেকটিকে সকলে ফুলবাড়ীর ছড়া নামে চিনত। ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার কুর্শাহাটের দক্ষিনে প্রবাহিত হয়ে উপজেলার গোরকমন্ডল সীমান্ত দিয়ে বারোমাসিয়া নাম নিয়ে একটি নদী সরাসরি ধরলা নদীর সাথে মিলিত হয়েছে। সেই বারোমাসিয়া নদীর একটি ¯্রােত বাহিত নালা নীলকমল নাম ধারন করে উপজেলার সীমান্তবর্তী নন্দিরকুটি গ্রামের কোল ঘেষে ছাইতন তলা হয়ে সরাসরি উপজেলা সদরের পাশে এসে ফুলবাড়ীর ছড়ার উপর দিয়ে বয়ে গিয়ে নীলকমল নদী হয়ে ধরলা নদীতে মিলিত হয়। ভারতের নদীটি ক্ষরস্রোত হওয়ায় ফুলবাড়ীর ছড়াটি গভীরতা বৃদ্ধি পায়। পরবর্তীতে ১৯৭৭ সালে তৎকালীন সরকার ও স্থানীয় সাবেক চেয়াম্যান মরহুম সামছুল হক সরকার, কালিনাথ সরকার, মোক্তার মেম্বার, কোটন মেম্বার, আবুল মেম্বার, খগেন্দ্র নাথ মেম্বারসহ এলাকাবাসীর সহযোগিতায় ফুলবাড়ীর ছড়াটি খনন করা হয়। পরে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ফুলসাগর। সেই থেকে সরকারী ভাবে এর নাম ব্যবহার হচ্ছে ফুলসাগর লেক। বিগত দিনে এখানে পার্শ্ববর্তী থানা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থেকে অনেক লোকজন পিকনিকে আসতো। আগে এই ফুলসাগর লেকটি চারিদিকে কোন বসতি ছিল না। সব সময় ফুলসাগর লেকটিতে মানুষের সমাগম ঘটতো। প্রায়ই দিনে কোন না কোন জায়গা থেকে পিকনিকে আসতো এখানে। এমন কি ভারতের কোচবিহার থেকেও অনেক লোক এখানে এসে পিকনিকের আয়োজন করত। এলাকাবাসী দাবি করে জানান, যদি বর্তমান সরকার ফুলসাগর লেকের চারি দিকে বিভিন্ন প্রজাতির সৌন্দর্য বর্দ্ধক ফুল জাতীয়  গাছ, নারিকেল জাতীয় গাছসহ বিভিন্ন প্রজাতির বাহারী গাছ লাগিয়ে সাজিয়ে তুলে- তাহলে ফুলবাড়ীর সৌন্দর্য ফুলসাগরের মাধ্যমে ফুটে উঠবে বলে মনে করেন। সেই সাথে সন্ধা বেলায় আলোর ব্যবস্থা থাকলে ফুলবাড়ী শহরের এই একমাত্র স্থানটি আড্ডায় জমে উঠতো। ফুলসাগর লেকের পাড়ে বেঞ্চ জাতীয় কিছু তৈরি করে বসার ব্যবস্থা করলে চটপটি ও ফুচকা ওয়ালাদের আগমনে দর্শক সমাগম বাড়তো। ফুলসাগরের চারদিকের পাড়গুলি প্রাণবন্ত করে তুলতে পারলে দেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই কাঁচা ভাঙ্গা-চোরা পাড় সংস্কার করে একটু প্রশস্ত করে পাকা করতে পারলে একদিকে যেমন মানুষ চলাচলের পাশাপাশি মোটর বাইক, মাইক্রোবাস, অটোরিকশা যাওয়ার উপযোগী হবে। অপরদিকে সুন্দর ও সুসজ্জ্বিত হয়ে উঠবে। এবাবে ধীরে ধীরে ফুলসাগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দেশের দুর-দুরান্তের জেলা উপজেলা থেকে লোকজন এই ফুলবাড়ীর ফুলসাগর লেকটি শুধু এক নজর দেখারজন্য ছুটে আসবে। বর্তমান ফুলসাগর লেকটি উপজেলা মৎস্য অধিদপ্তরের অধিনে আছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে জেলেরা প্রতি বছরে তাদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছে।
এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্র নাথ ঊরাঁও জানান, এটা খুবই ভাল উদ্যোগ। আমি জেলা প্রশাসক স্যারকে বিষয়টি দ্রুত জানাব। এটা শুধু ফুলবাড়ী বাসীর স্বার্থে নয় বরং দেশের উন্নয়নের স্বার্থে লেকটি পর্যটন কেন্দ্র হওয়া দরকার। এটি হলে  সরকার এখান থেকে মোটা অংকের রাজস্ব আদায় করতে পারবে। যদি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন হয় তাহলে ফুলবাড়ী উপজেলার নামটি স্বর্ণঅক্ষরে লেখা হয়ে যাবে। যা সহজে মুছে যাবার মত না।
এ ব্যাপারে উপজেলা মৎস অফিসার মাহমুদুল হাসান জানান, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে জেলেরা প্রতি বছরে তাদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে জীবন-জীবীকা নির্বাহ করছে। ফুলসাগর লেকটির আয়তন ৩৭ একর। এই ফুলসাগর লেকটি থেকে সরকার বার্ষিক আয়কর ৩,৩৬,৫৬৮ টাকা লিজ মুল্য হিসেবে পায়। বর্তমানে ফুলসাগরের অবস্থা নাজুক হয়ে পড়েছে। প্রতেক বছর বর্ষায় এর চারপাশের পাড় ভেঙ্গে যায়।  এ ফুলসাগর লেকটির চারপাশের পাড়গুলি দৃষ্টি নন্দিত ভাবে বাধাই করা গেলে মাছ চাষের পাশাপাশি এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এক দিকে যেমন সরকারের আয় বাড়বে  ফুলসাগর লেক হতে অপর দিকে ফুলবাড়ীর জনগন ফুলসাগরের লোভনীয় সৌন্দর্য্য উপভোগ করতে পারবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই তিনি জেলা মৎস্য অধিপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মাননীয় সরকারের পর্যটন মন্ত্রীর বরাবরে লেকটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আবেদন জানাবেন।
এ দিকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাহেদুল হক জানান, ফুল সাগর লেকটি আমাদের ফুলবাড়ীর ঐতিহ্য। লেকটি ফুলবাড়ীর প্রাণ কেন্দ্র। এই ফুলসাগর নাম শুনে বিভিন্ন স্থানের মানুষ এখানে ঘুরতে আসে ,লেকটি থেকে প্রতি বছর প্রায় ৪ লক্ষ টাকা মৎস্য অফিসের মাধ্যমে আয় হয়। লেকটিকে পর্যটন কেন্দ্রে পরিনত করা দরকার। এটি পর্যটন কেন্দ্র হলে সরকার এখান থেকে বর্তমান আয়ের চেয়ে চার গুন বেশী রাজস্ব পাবে।
এ প্রসঙ্গে ছাত্র নেতা এমদাদুল হক মিলন জানান, আমাদের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফুলসাগর লেকটিকে নিয়ে আরো আগে লেখালেখি করার দরকার ছিল। এটা ঐতিহ্যবাহী প্রাচীনতম লেক। এটি সরকারী ভাবে সংস্কার করা হলে ফুলবাড়ীর সৌন্দর্য ফিরে পাবে। এটি পর্যটন কেন্দ্রে পরিনত করলে সরকারের বিপুল পরিমানে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে। বর্তমান সরকারের সাড়া দেশে উন্নয়নের জোয়ার বইছে, সরকার একটু সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই ফুলসাগর লেকটিকে পর্যটন কেন্দ্র তৈরি করে দিলে ফুলবাড়ীতে নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ