• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন |

নীলফামারী সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা

Nilphamari-Anty Chield Marriage Pic-1নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশকে অস্থীতিশীল করতে একটি গোষ্ঠি ধর্মজাজক, মসজিদের ভেতর মানুষ, লেখক, শিল্পি ও বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করছে বলে অভিযোগ করেছেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।
রোববার দুপুরে নীলফামারী বড় মাঠে নীলফামারী সদর উপজেলাকে বাল্য বিবাহ, যৌতুক ও মাদক মুক্ত ঘোষণা উপলক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এ অভিযোগ করেন।
এসময় নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্চনার বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, মানুষের মধ্যে সংষ্কৃতির অভাবের কারণে একজন সংসদ সদস্য একজন শিক্ষককে কিভাবে লাঞ্চিত করেছে।
বাল্য বিয়ে- যৌতক ও  মাদক মুক্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন,  শুধু  মুক্ত ঘোষনা দিয়ে বসে থাকলে চলবেনা। আর সামাজিক সচেতনতার  যে কাজটি আছে তাও বন্ধ করলে চলবে না। জনগণকে সচেতন করতে প্রতিটি ইউনিয়নের  ওয়ার্ডে-ওয়ার্ডে, গ্রামে-গ্রামে আমাদের বিশিষ বাহিনী  তৈরী করে প্রত্যেক বাবা-মা-ভাই-বোন, শিক্ষকদের কাছে গিয়ে বলতে হবে যে, বাল্য বিয়ে দেয়া, যৌতুক  নেয়া এবং মাদক বিক্রয় ও গ্রহণ আইনীয় দণ্ডনিয়ো অপরাধ। এই অপরাধ করা যাবে না।
বিঅেভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যেশে মন্ত্রী বলেন, বাল্য বিয়ে, যৌতুক ও মাদক  প্রতিরোধে আপনাদের ভূমিকা  অপরিহর্য্য। আপনারা সচেতন হন এবং অন্যদের সচেতন করুন। এক বছর আগে নীলফামারীতে বাল্য  বিয়ে, যৌতুক ও  মাদক মুক্ত আন্দোলন শুরু  হয়েছিল কিন্তু এই আন্দোলনের শেষ নেই। আন্দোলন শুরু হয়েছে চলছে চলবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে গণসমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার,  যুব ও ক্রীড়ায় মন্ত্রণালয়ে যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস,জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মমতাজুল হক, নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
সদর উপজেলা পরিষদ আয়োজিত গণসমাবেশে ১৫ টি ইউনিয়নের মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা!

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এটি কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
রোববার বিকেলে নীলফামারী স্টেডিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় জিয়াউর রহমানকে তথাকথিত স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ধরনের বই লেখা হয়েছে কিন্তু কোন বইতে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম নেই।
এসময় বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি নীলফামারী স্টেডিয়ামের আধুনিকায়ন কাজের প্রসঙ্গ টেনে বলেন, এটি বাস্তবায়ন করা আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিলো। কারণ আওয়ামী লীগ  সরকার যা প্রতিশ্রুতি দেয় তাই করে।
আওয়ামী লীগের আগে অতিতে আমরা  দেখেছি অনেক ভিত্তি প্রস্ত পড়ে থাকতে কাজ হয়নি, অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছে বাস্তবায়ন হয়নি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রথম ধাপে দেশের ১০৪ টি উপজেলার মধ্যে নীলফামারীর চারটি উপজেলায়ও একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য রাখেন।
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ১১ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে নীলফামারী স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ