• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্যান্টের জিপার খোলা থাকলে জানা যাবে মোবাইলে!

zipper1464765121প্রযুক্তি ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন মানুষজন নানা কিছু উদ্ভাবন করছে। আর সময়টা এখন যেহেতু প্রযুক্তির, তাই বেশির ভাগ উদ্ভাবনেই রয়েছে প্রযুক্তিগত সুবিধা। সুতরাং যত দিন যাচ্ছে, মানুষের জীবনযাপনকে আরো বেশি সহজ ও আরামদায়ক করে দিচ্ছে প্রযুক্তিগত নানা উদ্ভাবনগুলো।

যেমন প্যান্টের জিপারের (চেইন) কথাই বলা যেতে পারে। এখানেও এবার যুক্ত হয়েছে প্রযুক্তিগত সুবিধা। অর্থাৎ প্যান্টের চেইন খোলা থাকলে, অন্য কেউ দেখে ফেলে বিব্রত হওয়ার আগেই মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে প্যান্টের খোলা রয়েছে।

বাসা থেকে শার্ট-প্যান্ট ইন করে বাইরে বের হওয়ার সময় কিংবা অফিসে বাথরুথ থেকে বের হওয়ার পর অসতর্কতা কিংবা ভুলোমনের কারণে অনেকেই প্যান্টের চেইন বন্ধ না করেই….ফলে অন্যের সামনে বিব্রত হতে হয়।

এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার উদ্ভাবন করা হয়েছে বিশেষ সার্কিটযুক্ত স্মার্ট ফেব্রিক বা কাপড়। এই প্যান্টের জিপার ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে মোবাইলে কানেক্ট থাকবে। ফলে প্যান্ট পরার পর চেইন খোলা থাকলে, সঙ্গে সঙ্গে মোবাইলে অ্যালার্ট মেসেজে চলে আসবে।

নোটি-ফাই সিস্টেমের এই স্মার্ট প্রযুক্তির ফেব্রিক তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান চায়োটিকমুন এর আরএন্ডডি বিভাগ।

খুব শিগগির হয়তো তাদের এই প্রযুক্তি বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের প্যান্টে ব্যবহৃত হবে। ফলে প্যান্টের জিপার খোলা থাকলে তৎক্ষণাৎ অ্যালার্ট মেসেজে পেয়ে যাবেন মোবাইলে। অন্যের সামনে আর বিব্রত হতে হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ