• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা

Alamia Madrasah Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) অনুষ্ঠিত সাধারণ সভায় গত ১৪৩৬-১৪৩৭ হিজরী (রমজান-সাবান মাস পর্যন্ত) অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী ১৪৩৭-১৪৩৮ হিজরী (রমজান-সাবান মাস পর্যন্ত) অর্থ বছরের বাজেট পেশ করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম’র সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের বিহাস তুলে ধরেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আহম্মেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি মো. জাফর আলী, মো. আমজাদ আলী, যুগ্ম সম্পাদক মো. আনিছুর রহমান,  কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান, সদস্য মো. শওকত আলী, মো. আনিছুর রহমান, মো. রবিউল আলম, মো. রফিকুল ইসলাম প্রমূখ।
সাধারণ সভায় গত ১৪৩৬-১৪৩৭ হিজরী সনের ৫৫ লাখ ২৯ হাজার ৮৩৫ টাকা বার্ষিক আয় ও সমপরিমান ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এছাড়া আগামী ১৪৩৭-১৪৩৮ হিজরী সনের জন্য ৭৮ লাখ ১১ হাজার ৫৯২ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সব শেষে বার্ষিক সাধারণ সভায় আগত সকল সদস্য ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ