• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন |

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন

জামায়াতঢাকা: নাম পরিবর্তনের আট বছর পর এবার লোগো পরিবর্তন করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানালেও মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন  লোগো যুক্ত করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে দলের পক্ষ থেকে।

আগের লোগোতে দাড়িপাল্লা এবং আরবিতে ‘আকিমুদ-দ্বীন’ লেখা থাকলেও নতুন লোগোতে তা বাদ দিয়ে লাল-সবুজ রং ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার জামায়াতের দেয়া এক বিবৃতিতে লোগো পরিবর্তনের বিষয়টি পরিলক্ষিত হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়। তবে লোগো পরিবর্তনের জন্য দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হয়। এর প্রায় আট বছর পরে তাদের লোগো পরিবর্তন করা হলো। নতুন লোগোতে লাল রঙের অংশে বাংলাদেশ এবং সবুজ রঙের অংশে জামায়াতে ইসলামী লেখা আছে।

সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবির দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ গতকাল গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

ওই বিবৃতিতে নতুন লোগোটি ব্যবহার করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে ‘এম আলম’ স্বাক্ষর করেছেন।

জামায়াতে ইসলামীর আগের লোগোটি গাঢ় সবুজ রঙের ছিল। আগের লোগোটিতে দলটির প্রতীক দাঁড়িপাল্লা এবং আরবিতে ‘আকিমুদ-দ্বীন’ লেখা ছিল। কিন্তু এখনকার প্রতীকে তা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ