সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মহানবীকে কটুক্তিকারী ইমাম ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার জুমা নামাজ শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দপুর জেলা শাখার ডাকে ওই কর্মসূচী পালিত হয়। মিছিলটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপি মোড়ে এক প্রতিবাদ সভা করে। মিছিলে সহস্রাধিক মুসল্লী অংশ নেয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দপুর জেলা শাখার সভাপতি শাহ সুফী গোলাম জিলানী, আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, হিটলার চৌধুরী ভুলু, কাউন্সিলর তারিক আজিজ প্রমুখ। বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে মহানবীকে নিয়ে কটুক্তিকারী ইমাম মাওলানা এনামূল হক এবং তার দোসর মোস্তাক ও ফায়সালকে গ্রেফতারের দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুসিয়ারী দেন।
উল্লেখ্য যে, গত বুধবার শহরের ডালপট্টিস্থ বায়তুন নূর মসজিতের ইমাম এশার নামাজের সময় আযান সম্পর্কিত মুসল্লীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের মাঝে মহানবীকে কটুক্তি করে। আর এর প্রতিবাদ করতে গিয়ে ইমামের দোসরদের হাতে মোক্তার সাঈদী নামে এক মুসল্লীকে লাঞ্চিত করে।