• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন |

নীলফামারীতে সন্ধান মেলেনি শিশু সোহাগের

Picture from nilphamari 10-06-2016-1,liliনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ৫দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি নিখোজ শিশু সোহাগের (১১)। নিখোঁজ সোহাগ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ইপিজেট গোছাপাড়া গ্রামের মৃতঃ আজিজুল ইসলামের ছেলে। সোহাগ হারিয়ে যাওয়ার পর থেকেই তার মা ছপুরা বেগম অসুস্থ হয়ে পরেছে। সোহাগের সন্ধান পেতে হন্যে হয়ে জেলার সব জায়গায় খুজছে তার পরিবার। সোহাগের ভাই আল আমিন জানান, তার মাথায় সামান্য সমস্যা রয়েছে। গত সোমবার সকালে সে বাড়ীর বাইরে খেলছিল। এ সময় অটোযোগে সে ঢেলাপীর বাজারে যায়। তারপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। নিখোজ হওয়ার সময় তার পরনে ছিল থ্রী কোয়ার্টার কালোপ্যান্ট। সে নাম, ঠিকানা, বাবা ও মায়ের নাম বলতে পারে। কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৮৫৬-৫৭৩২১২ নম্বরে যোগাযোগ করতে সোহাগের পরিবার অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ