বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত এক সপ্তাহ পৃর্বে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এর ফলে এক সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম বিঘিœত হচ্ছে। বন্ধ রয়েছে ইউনিয়নের ইউডিসির কার্যক্রম। ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরনের সেবা নিতে আসা লোকজন নানা দুর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে গেছে ইউনিয়নবাসীর অফিসিয়াল কাজ কর্ম। ইউডিসির কার্যক্রম বন্ধ থাকায় সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যাহত হলেও তাতে কোন অসুবিধে হবেনা বলে জানান সোনারায় ইউনিয়ন পরিষদের সচিব হামিদুর রহমান। তিনি বলেন, বিল দিতে পারি নাই তাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি ইউনিয়নে বিদ্যুৎ না থাকলে কি এমন ক্ষতি হবে। এদিকে ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ থাকায় আগামী দুই কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করে ডিজিটাল সেন্টারের কার্যক্রম সচল রাখার জন্য চেয়ারম্যান ও সচিবকে গত ৮ জুন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা নির্দেশ দিলে ৫দিনেও তা বাস্তবায়ন হয়নি। তবে ইউনিয়ন সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করলেও তা দুই কার্যদিবসের মধ্যেই করতে হবে এটার কোন নিয়ম নেই বলে তিনি জানান।
এ ব্যাপারে সোনারায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল করিমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সাথে একাধিকবার তার সরকবারী মোবাইল ও টেলিফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।
এদিকে পরিষদে বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা তথ্য সংগ্রহ করতে এসে তা না পেয়ে ফিরে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম বন্ধ থাকায় জনগনের দোরগোড়ায় সেবা পৌছানো ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, ইউনিয়ন পরিষদের সচিব হামিদুর রহমানের অবহেলার কারনে আজ অন্ধকারের মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ। তিনি নিয়মিত অফিসতো করেননা, আবার সেবা নিতে আসা লোকজনের সাথে দুর্বব্যবহার করেন। এ কারনে সরকারের সাফল্য ম্লান হচ্ছে।