খুরশিদ জামান কাকন: আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সৈয়দপুরেও নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। সকালে ” গোল্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশন” এর আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলিম মোড়ে গিয়ে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পেৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, তারিক আজিজ, আওয়ামীলীগ নেতা দিলনেওয়াজ খান প্রমুখ। র্যালীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম আলো বন্ধুসভা, শিক্ষা নগরী সৈয়দপুরের সদস্যগণ এবং শহরের বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেয়। এসময় তারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করানোর জন্য লিফলেট বিতরন করে।
উল্লেখ্য, ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিলো বিশ্ব রক্ত দাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে।