ঢাকা: স্ত্রীকে নির্যাতনে অভিযোগে থানায় মামলা গড়ানোর পর বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সরব হয়েছেন। স্ত্রী তানিয়া খান থানায় যে অভিযোগ করেছেন তা নিয়ে মুখ খুলেছেন তিনি।
সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হওয়ার পর পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ‘রক্তাক্ত অবস্থায়’ তানিয়া খান সোহেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। তবে এ নিয়ে সোহেলের বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যার পর সোহলে তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাস্টাস দিয়েছেন। তাতে সোহেল স্ত্রী তানিয়া খানকে ‘‘মানসিক রোগী’’ দাবি করেছেন।
মারুফ কামাল খান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এমন শোচনীয় বিপর্যয়ের কথা কল্পনাও করিনি। আমি নিজে অসুস্থ। ছোট ছেলেটি চিকিৎসাধীন। সরাসরি রাজনীতি না করলেও আমার কাজের রাজনৈতিক সংশ্লেষের কারণে অনেকগুলো রাজনৈতিক মামলায় আমার স্বাভাবিক জীবনযাপন বিপন্ন। এই অবস্থায় সুদীর্ঘকাল ধরে মানসিকভাবে অসুস্থ আমার স্ত্রী অভাবনীয় অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে।’
তিনি আরো লিখেছেন, ‘তার চিকিৎসা আমি দীর্ঘকাল করিয়েছি ঢাকার ‘মুক্তি’ হাসপাতালে কয়েকদফা রেখে। দেশের খ্যাতনামা মনরোগ বিশেষজ্ঞরাই তার চিকিৎসা করেছেন। এখন আর্থিক ও অন্যান্য অসামর্থ্যের কারণে তার প্রয়োজনীয় মানসিক চিকিৎসা করাতে পারছি না।’