চাঁদপুর প্রতিনিধি: শহরের জোড়পুকুর পাড় এলাকার মিজান প্লাজায় মালেশিয়ান ব্যান্ডের জুতা মাইলা সু’র শো-রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যড. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, মিজান প্লাজায় স্বত্বাধিকারী মিজান শেখ, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীসহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম মসজিদের খতিব মাওলানা মুফতি মাহাবুবুর রহমান। অমন্ত্রীত অতিথিদের স্বাগত জানান মাইলা সু’র চাঁদপুর পরিবেশক ও শো রুমের স্বত্বাধিকারী মো. শাহআলম বাদল