সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘গরীব চিকিৎসা সেবা’ এর কার্যক্রম নিয়ে সকল সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সৈয়দপুর প্লাজাস্থ রেড চিলি রেস্টুরেন্টে ওই সভা অনুষ্ঠিত হয়।
কার্য্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়শন (বিএমএ) সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, জামে মসজিতের ইমাম মাও: মুফতি মো. হাবিবুল্লাহ, সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এজাজ আহমেদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
সভা শেষে উপস্থিত সকলেই ইফতার মাহফিলে অংশ নেয়।