সিসি নিউজ: রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
খালের ভেতর লুকিয়ে রাখা ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট পাওয়া গেছে। দুর্বৃত্তরা নাশকতার জন্য এগুলো লুকিয়ে রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর ২টা থেকে ডুবুরিদের অভিযান শুরু হয়। অস্ত্রের সন্ধান মেলে বিকেলে। এরপর উদ্ধারকাজ চলে আরো কয়েক ঘণ্টা।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান মাসুদুর রহমান।