• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ অপরাহ্ন |

বীরগঞ্জে হিন্দু যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Dinajpuবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জে বিজয় কুমার রায় (৩৭) নামে এক হিন্দু যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজয় কুমার রায় নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষীচাপ কাচারী পাড়া গ্রামের হরিকান্ত রায়ের ছেলে।
সোমবার সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ভূট্টা ক্ষেতের পাশে ইউক্লিপটাস গাছ হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেন জানান, সকালে কৃষি শ্রমিকরা ক্ষেতে কাজ করতে গেলে কোমরপুর গ্রামের ভূট্টা ক্ষেতের পাশে ইউক্লিপটাস গাছে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। যুবকটিকে একটি ছোট গামছা দিয়ে ফাঁস দেওয়া হয়েছে। ঘটনাস্থলে একটি ব্যাগে মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত যোগ্যাতার সনদসহ বেশকিছু কাগজপত্র পড়ে ছিল। তার পরনে ফুল প্যান্ট এবং ফুল শার্ট ছিল।
সুজালপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় জানান, ফাঁস দেওয়ার ধরন দেখে বিষয়টি সন্দেহ জনক মনে হচ্ছে। তাকে হত্যার পর এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে প্রামমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার দায়িত্বরত এসআই উত্তম কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ