• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরে জাল স্লিপে ভিজিএফ চাল উত্তোলনের সময় আটক ৩

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে জাল স্লিপের মাধ্যমে ভিজিএফের চাল উত্তোলন করার সময় স্থানীয় জনতা তিন ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালতের বিচারক, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মূসা জঙ্গী প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড প্রদান করে।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কাশিরাম বেলপুকুরের খয়রাত হোসেনের পুত্র সোহাগ (২৮), মুশরত ধুলিয়ার ফেলু মামুদের পুত্র রবিউল ইসলাম (২৪) এবং কামারপুকুরের মৃত অহিজ উদ্দিনের পুত্র বাবু হোসেন (৩২)।

অপরদিকে, নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ফকিরগঞ্জ হাটে ভিজিএফের চাল বিক্রির সময় স্থানীয় জনগন ২০০ কেজি চাল আটক করেছে। ওই সময় চালের মালিক কুখাপাড়ার সামসুদ্দিন কৌশলে পালিয়ে যায়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখার সময় আটক চালগুলো বাজারের মধ্যে ভ্যানের ওপর রাখা রয়েছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ