• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন |

দিনাজপুর পৌর এলাকায় কুরবানীর পশু জবেহ’র ৩৬ স্থান নির্ধারন

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার ৩৬টি স্থানে কুরবানীর পশু জবেহ করার জন্য স্থান নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ। প্রতিটি ওয়ার্ডে ৩টি করে ১২টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণ করা হয়েছে।
গত ৪ আগষ্ট রোববার দিনাজপুর পৌরমভা মিলনায়তনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত স্থানে কুরবানীর পশু জবেহ করার জন্য ৯ আগষ্ট শুক্রবার জুমার নামাজের খুতবার পূর্বে মুসল্লিদের অবহিত করতে শহরের ১৩০টি মসজিদের ইমামকে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে নির্ধারিত ৩৬টি স্থানে পশু জবেহ করতে কুরবানীদাতাগনকে অনুরোধ করেছেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বৈঠকে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শহরের যেসব স্থানে কুরবানীর পশু জবেহ করার জন্য স্থান নির্ধারন করা হয়েছে সেগুলো হলো-লালবাগ মাঠ, রামনগর মাঠ, গোবরাপাড়া মাঠ, পাটুয়াপাড়া জাগরনী ক্লাব মাঠ, কাঞ্চন কলোনী মাঠ, চাউলিয়াপট্টি মাঠ, ঘাসিপাড়া মাঠ, গোলকুঠি মাঠ, মুন্সিúাড়া মিনালের মাঠ, সুইহারী মাঠ, গোসাইপুর মাঠ, নয়নপুর মাঠ, গুড়গোলা মাঠ, কালিতলা মাঠ, ক্ষেত্রিপাড়া মাঠ, নতুনপাড়া জামে মসজিদ মাঠ, ফকিরপাড়া মাঠ, রাজবাঠি মাঠ, মহারাজা মাঠ, পিলখানা মাঠ, বালুবাড়ী পাট গোডাউনের পিছনের সাজুর মাঠ, নিমনগর বালূবাড়ী পানির টেংকি সংলগ্ন মাঠ, গাউসুল আযম স্কুল মাঠ, শতদল ক্লাব মাঠ, ২নং উপশহর তফিউদ্দিন স্কুল মাঠ, ৩নং উপশহর মাঠ, ৬নং উশহর মাঠ, দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার মসজিদ লিচু বাগান মাঠ, দক্ষিণ বালুয়াডাঙ্গা নতুনপাড়া মাঠ, পাহাড়পুর ষষ্টিতলা সংলগ্ন মাঠ, ঈদগাহবস্তি স্পোটিং ক্লাব মাঠ, বিজিবি ঈদগাহ মাঠ, মিশন রোড মাঠ, কবসা আম বাগান মাঠ, পুলহাট মাঠ ও স্টাফ কোয়ার্টার মাঠ।
সরকারী নির্দেশনা মোতাবেক পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে পৌরবাসিকে নির্ধারিত স্থানে কুরবানী করতে অনুরোধ করেছেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ