• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন |
শিরোনাম :

পার্বতীপুরে অজ্ঞাত মহিলার দায়িত্ব নিলো গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশন

%e0%a6%85%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে  জংশন ষ্টেশনের ৫ নং প্লাটফরমে মাসাধিক কাল পরে থাকা রোগাক্রান্ত মৃত্যুপথ যাত্রী অজ্ঞাতনামা এক বৃদ্ধ  মহিলার দায়িত্ব নিলেন গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশনের পরিচালক  জন মারুফ কেইন। দৈনিক খবর পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি  জাকির হোসেনের তথ্যের ভিত্তিতে  সংগঠনটির পরিচালক  ঘটনা স্থলে আসলে পার্বতীপুর  রেল থানার নুতন ওসি গোলাম মোস্তফার সহযোগিতায়  ৪ সেপ্টম্বর রবিবার  রাত্রে তার নিকট মহিলাকে হস্তান্তর করা হয়। রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন  হাসিনা নগরে নিজ উদ্যোগে তিনি ২০১২ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চলছে কমিনিটির সহায়তায় আর চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে স্থানীয়  সরকারী  হাসপাতাল   ও পার্বতীপুর  ল্যাম্ব হাসপাতাল থেকে।  নিজের চাকুরী ছেড়ে দিয়ে মানব সেবাই পরম  ধর্ম- এই ব্রত নিয়ে জাতি,ধর্ম, বর্ন, গোত্র নির্বিশেষে  মানব সেবায় আত্মনিয়োগ  করেন তিনি।   বর্তমানে আরো ৬ জন অজ্ঞাতনামা  রয়েছেন ওই সেবাশ্রমে। সুস্থ হওয়ার পর যারা নাম ঠিকানা বলতে পারেন  তাদের অভিভাবক ডেকে হস্তান্তর করা হয়।  আর যারা নাম   ঠিকানা বলতে পারেন না তাদের টেক নাম দিয়ে আমৃত্যু থাকার ব্যবস্থা রয়েছে এখানে।   ব্যাক্তি উদ্যোগে এমন প্রতিষ্ঠান পরিচালনা কষ্টসাধ্য ব্যাপার হলেও তিনি হতাস নন। তবে সরকারী সহায়তা পেলে প্রতিষ্ঠানটির শাখা প্রশাখা দেশের সকল   জেলা উপজেলায় স্থাপন করে দেশের প্রতিটি  বেওয়ারিশ, রোগাক্রান্ত, অসহায় ও বিপন্ন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে জানান গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশনের পরিচালক  জন
মারুফ কেইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ