• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন |

অবৈধ বেতারযন্ত্র: শনাক্তে মাঠে নামছে বিটিআরসি

বিটিআরসিসিসি ডেস্ক: অবৈধ বেতারযন্ত্র শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সারা দেশে অভিযান পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার এক সতর্কবানীতে বিটিআরসি জানিয়েছে, অবৈধ বেতারযন্ত্র বিক্রয়কারীদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লেফটেন‌্যান্ট কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত এই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির ‘অসাধু ব্যবসায়ী, বিক্রেতা, সংস্থা বা ব্যক্তি’ বিটিআরসির অনুমোদন না নিয়েই মোবাইল হ্যান্ডসেট, ট্যাবলেট পিসি, ওয়াকিটকি, বেইজ, রিপিটার, ফিক্সড ওয়‌্যারলেস ফোন, মডেমসহ বিভিন্ন ধরনের বেতারযন্ত্র আমদানি, বিতরণ, পরিবেশন বা বিক্রি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ আইন অনুযায়ী এসব বেতার যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিটিআরসির অনুমোদন নেয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সকলকে বিটিআরসির অনুমতি ছাড়া বেতারযন্ত্র সংক্রান্ত যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।
এসব অবৈধ বেতারযন্ত্র শনাক্ত করে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেয়ার জন‌্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দেশব্যাপী অভিযান চালানোর কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ