• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১১ অপরাহ্ন |

উত্তরবঙ্গে আত্মগোপন করছে জঙ্গী রাজিব গান্ধী

ডিএমপিসিসি নিউজ: জঙ্গী রাজিব গান্ধী উত্তর বঙ্গের কোনো একটি জেলায় আত্মগোপন করেছে- সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম একথা বলেন।
তিনি দাবি করেছেন গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র ভারত হয়ে বাংলাদেশে এসেছিল এবং প্রায় ১৪ লাখ টাকাও এসেছে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে।
মনিরুল ইসলাম বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের চালান এসেছিল দেশের বাইরে থেকে। অস্ত্রের যোগানদাতারা রুট হিসেবে ব্যবহার করেছিল সীমান্ত। ভারত হয়ে বাংলাদেশে অস্ত্রগুলো প্রবেশ করেছিল। তবে অস্ত্রগুলো ঠিক কোন দেশের তা নিশ্চিত হওয়া যায় নি।
তিনি আরো জানান, গুলশান এবং শোলাকিয়ায় হামলাসহ ৩২টি জঙ্গি হামলার ঘটনার সঙ্গে শান্ত ওরফে রাজিব গান্ধী, রিপন ও খালিদ জড়িত। এদের মধ্যে রিপন ও খালিদ সম্ভবত ভারতে আত্মগোপন করেছে। রাজিব গান্ধী উত্তর বঙ্গের কোনো একটি জেলায় আত্মগোপন করেছে। আমরা তাদেরকে খুঁজছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ