• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন |
শিরোনাম :

এমপি লিটন হত্যায় ৬ জনের রিমান্ড

গাইবান্ধা: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় মামলায় গ্রেফতার ছয়জনের সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক ময়নুল হাসান ইউসুব তাদের রিমাণ্ড মঞ্জুর করেন।

তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জামায়াতের অর্থ যোগানদাতা হাজী মো. ফরিদ মিয়া (৭৫), নিচপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সামিউল জামায়াতকর্মী ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের একরামুল হোসেনের ছেলে হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের রোস্তম আলীর ছেলে জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে শিবীরকর্মী হজরত আলী (৪৪) এবং পূর্ব শিবরাম গ্রামের সাবু খন্দকারের ছেলে নবিনুর খন্দকার (৪৫)।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আবু মো. আশরাফুজ্জামান বলেন, শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমাণ্ড আবেদন করা হয়। বিচারক রিমাণ্ড আবেদন আমলে নিয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। শুনানি শেষে  বিচারক সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১ জানুয়ারি রাতে লিটনের বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ