• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন |

বেনাপোল সীমান্তে ৮৫ বাংলাদেশি আটক

যশোর: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ৮৫ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আটক হয় তারা। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আটকদের মধ্যে ১৬ শিশু, ২৯ নারী ও ৪০ পুরুষ রয়েছেন। তাদের বাড়ি চট্টগ্রাম, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।
বিজিবি-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জলিল জানান, পুটখালী সীমান্ত দিয়ে অবৈধপথে  কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালান। অভিযানে ৮৫ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
আবদুল জলিল জানান, আটক ব্যক্তিদের বেনাপোল স্থলবন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল স্থলবন্দর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কাজের আশায় ভারতের দিল্লি শহরে বেশ কিছুদিন অবস্থান করে। পরে দেশটির পুলিশের ধরপাকড়ের ভয়ে বাংলাদেশে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ