• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

বয়স কমাতে ‘বালিশের কভার’!

সিসি ডেস্ক: সারা দিনের ব্যস্ততা। রাস্তা-ঘাটে বেরনোর ঝক্কি। দূষণের প্রকোপ। সবমিলিয়ে দিনের বেলায় রূপচর্চা করা এবং তা থেকে ভাল ফল আশা করাটাই বৃথা।
সৌন্দর্য বিশেষজ্ঞদের দাবি, ঘরোয়া চর্চায় চেহারা সুন্দর রাখার আড়ম্বরের সেরা সময় খুব সকাল অথবা রাত। কিন্তু, অনেকেই জানেন না যে, বিছানার বালিশের কভারটি বদলে নিলে সৌন্দর্য চর্চায় তা হতে পারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষজ্ঞদের পরামর্শ বালিশে সিল্ক-এর কভার ব্যবহার করলে বয়স অনেকটাই কম দেখাতে পারে। জেনে নিন কী ভাবে?

১. সিল্কের কাপড়ের মধ্যে একটা ঠান্ডা ভাব থাকে। এটা চুলের পক্ষে খুবই ভাল, যা সুন্দর থাকার এক অন্যতম শর্ত। দাবি করা হচ্ছে ভাল মানের সিল্কের পিলো-কভার চুলের স্বাস্থ্যকে যেমন সুরক্ষিত রাখে তেমনি উজ্জ্বলতাকেও বাড়িয়ে দেয়। সিল্কের ঠান্ডাভাব চুলের গোড়ায় ঢুকে মাথাকে আরাম দেয়। এটা স্বাস্থ্যোজ্বল চুলের পক্ষে সহায়ক।

২. সিল্কের পিলো-কভার ব্যবহার করলে নিশ্চিন্তে মুখে ভাল করে ক্রিম মেখে শুয়ে পড়ুন। বিশেষ করে ‘হিমেকট্যান্টস’ গুণ সমৃদ্ধ ক্রিম মুখে ব্যবহার করুন। ‘হিমেক্যান্টস’ ক্রিম-এর মধ্যে থাকা গ্লিসারিন, প্রপিলেনে গাইকল মুখের ত্বক থেকে অতিরিক্ত জল টেনে বের করে এবং ত্বকের কুঁচকানো ভাবকে আটকে দেয়। কিন্তু, এই ধরনের ক্রিমে প্রচুর পরিমাণে ময়শ্চার থাকে। ঘুমানোর সময় এই ক্রিম মেখে শুলে বালিশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু, বালিশের কভার সিল্কের হলে সুবিধা। সিল্কে ক্রিম জাতীয় জিনিসকে আকর্ষণ করে না। ফলে মুখের ক্রিম মুখেই থাকে।

৩. সিল্ক ‘মেনোপজ’-কেও প্রতিরোধ করে। ফলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের ক্ষরণের ভারসাম্যে যে পরিবর্তন আসে তাকে আটকে দেয়ার ক্ষমতা আছে সিল্কের। বিশেষ করে নারীরা এতে প্রবল উপকৃত হন। বয়স কম দেখায়।

৪. হিউস্টনের ‘ডার্মাটোলজি অ্যান্ড লেসার সার্জারি সেন্টার’-এর ত্বক বিশেষজ্ঞ জেনিফার পিটারসন জানিয়েছেন, সিল্কের পিলো-কভারে মুখের ত্বক অনেক বেশি ‘হাইড্রেট’ থাকে। কিন্তু, বালিশের কভার যদি কটনের হয় তাহলে এটা হয় না। চোখে-মুখে বয়সের ছাপ কমাতে ‘ফেসিয়াল স্কিন’-এর জলের মাত্রা ঠিকঠাক থাকা দরকার।

৫. ঘাড়ে, কাঁধে ও পিঠের ত্বকের ‘ইরিটেশন’ কমাতেও সিল্ক খুব ভাল কাজ করে। ‘ডারমাসিল্ক’ বলে একজাতীয় সিল্ক পাওয়া যায়, এর বালিশের কভার ব্যবহার করলে এই ইরিটেশন দূর হয় বলে দাবি করেছেন হিউস্টনের ‘ডার্মাটোলজি অ্যান্ড লেসার সার্জারি সেন্টার’-এর ত্বক বিশেষজ্ঞরা।

৬. সম্প্রতি ইতালিতে এক গবেষণায় এমন তথ্য সামনে এসেছে যে সিল্কের অন্তর্বাস ব্যবহার করলে নারীদের শরীরে রোগভোগ অনেক কম হয়। বিশেষ করে ‘ভ্যাজাইনাল ইনফেকশন’-এর জন্য যে ধরনের ব্যাকটেরিয়ারা দায়ী থাকে, তাদের প্রতিরোধ করে সিল্কের অন্তর্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ