• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন |

উলিপুরে চুন খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

সিসি নিউজ: কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় চুন খেয়ে ১২ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন এ ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এক পর্যায়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌঁড় প্রতিযোগিতা শুরু হলে ময়দার পরিবর্তে চুন সরবরাহ করা হয়। এ সময় পিছনে হাত বাঁধা অবস্থায় প্রতিযোগী শিক্ষার্থীরা চুন দিয়ে ডেকে রাখা বিস্কুট মুখে নিলে তাদের মখ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৭ম শ্রেণির আহত অপর শিক্ষার্থীরা হলেন, রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বণর্, মৌমিতা, রুকাইয়া জাহান, অনামিকা ও মনিরা জান্নাত মিম। দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিযে ছেড়ে দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক রীতা সরকার বলেন, ‘অসাবধানতাবশতঃ বিষয়টি ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে, একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠান উদ্বোধন করেই আমি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এসেছি। বিষয়টি আমাকে জানানো হয়নি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ