• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন |

এসএসসি প্রথম দিনের ৩৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৩৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৩৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬০৫টি বিদ্যালয় হতে ২৫২টি কেন্দ্রের ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ৭৯ হাজার ৩৪৬ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।
এদিকে পরীক্ষা চলাকালে দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান দিনাজপুর স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। অপরদিকে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম দিনাজপুর জিলা স্কুল, মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্কুলের প্রধান শিক্ষক মো. সমসেল আলীকে সাথে নিয়ে বাংলা স্কুল কেন্দ্রের কয়েক কক্ষ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ