• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন |

ক্ষমা চাইলেন নুর হোসেন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর নীলকমল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে পিরামিড তৈরি করতে গিয়ে ঘটেছে এক অমানবিক কান্ড। শিক্ষার্থীদের তৈরি করা ‘পদ্মা সেতু’ পিরামিডের উপরে যখন প্রধান অতিথি হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর  হোসেন পাটওয়ারী উঠেন ওই ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করেন উপস্থিত অনেকেই। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ শুরু হয়। সকল প্রিন্ট ও ইলেক্টনিক্স মিয়িডায় সংবাদটি প্রকাশ হয়।
এদিকে এমন সংবাদের তোফে পড়ে নুর হোসেন পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দসহ সমগ্র দেশবাশীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এতে নিতি আরো উল্লেখ করে বলেন, গত ৩০ জানুয়ারী হাইমচরের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে স্কাউট ছাত্রদের অনুরোধ রাখতে তাদের বছর বছর চলে আসা মানব সেতু ইভেন্টে অংশ নিয়ে সেতু আরোহন করি। এতে আমি নিজের বিবেকের কাছেই লজ্জিত। তাই অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার এ ভুলের জন্য কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ সহ সমগ্র দেশবাশীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ বিষয়টি আর না প্রচার করে আমাকে সহযোগীতা করার জন্য সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ সম্মানিত সকল নাগরিককে বিনীত অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ