• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন |

নীলফামারীতে পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা শহরের ডালপট্টি এলাকায় জাকির হোসেন (৪৬) নামের এক পান ব্যাবসায়ী ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। তার পেট ও শরীরের বেশ কয়েক স্থানে এলোপাথারী ছুরিকাঘাত করা হয়। জানা যায়, শহরের মিশন হাড়োয়া এলাকার কালা মিয়ার ছেলে ডালপট্টি এলাকার পান ব্যবসায়ী জাকির হোসেনকে গত সোমবার গভীর রাতে ডালপট্টি এলাকার মিলনপট্টি মোড়ে অজ্ঞাত কয়েকজন আটক করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় সদর হাসাপালে ভর্তি করে দেয়। এখানে চিকিৎিসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নীলফামারী সদর থানার এসআই হারিছ জানান, ঘটনাটির তদন্ত চলছে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির উদ্বোধন
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং নীলফামারী জেলা পুলিশের সার্বিক সহযোগীতায় গতকাল মঙ্গলবার নীলফামারী বড় মাঠে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি” খেলার উদ্বোধন করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ