• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন |

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ গোলাম রাব্বি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব প্রমূখ।
১১টায় শিশু একাডেমী প্রাঙ্গণে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিবের সভাপতিত্বে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, নিবন্ধনকৃত সমিতিসমূহের সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোঃ আবু আউয়াল, তরী নারী উন্নয়ন সমিতির সভানেত্রী জিনাত আরা চৌধুরী মিলি, সংশপ্তক মানব উন্নয়ন সংস্থার সভানেত্রী ছবি সিনহা, নারী চেম্বার সভাপতি জান্নাতুম সাফা শাহিনা প্রমূখ। মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ আরমান হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, পল্লী শ্রী’র শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক বেগম মুসফেরা তাসনীম, আরডিআরএস’র আয়েশা সিদ্দিকা, জেলা পর্যায়ের জয়িতাদের আত্মকথন তুলে ধরেন বেলী আরা বেগম ও চপলা রাণী দাস। দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সচেতন নাগরিক কমিটি-সনাক
আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সনাক ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বর্ণাঢ্য এক র‌্যালী দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। ‘‘টেকসই উন্নয়ন ও সুশাসন: চাই ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক’’ এই শ্লোগানে মুখরিত বিভিন্ন ফেষ্টুন, ব্যানারে সজ্জ্বিত ছিল র‌্যালীটি।
জেলা মহিলা বিষযক কর্মকর্তা মোছাঃ রোকসানা বানু হাবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  গোলঅম রাব্বি বলেন, বর্তমান সরকার নারীর অধিকার রক্ষা, নারী শিক্ষার অগ্রগতি, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং অনেক অগ্রগতি সাধিত হয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমাদের আরো এগিয়ে যেতে হলে প্রয়োজন সরকারি ও বেসকারিভাবে সকলের সস্মিলিত প্রচেষ্টার। দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসন হতে শুরু করে বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীতেও নারীর অংশগ্রহণ শুরু হয়েছে। আমরা আশাবাদী পর্যায়ক্রমে নারী দিবসের যে উদ্দেশ্য তা বাস্তবায়িত হবেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আখতার, মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক প্রমূখ।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা, দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগসহ দিনাজপুরের নারীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন র‌্যালি আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ