• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৭ এপ্রিল

দিনাজপুর প্রতিনিধি: আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৩ সনের নির্বাচনকে সামনে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছে। আইনজীবীরা দৈনন্দিন স্বাভাবিক কাজ-কর্মের পাশাপাশি নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্ভাব্য প্রার্থীরাও এরই মধ্যে তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুরো আদালত পাড়ায় বইছে নির্বাচনী হওয়া।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নেতৃস্থানীয় কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম জানা গেছে।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মো. আব্দুল লতিফ, সমিতির সাবেক সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, সাবেক সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, অপর সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জাহানী ও সিনিয়র আইনজীবী মো. নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-সিনিয়র আইনজীবী মো. তহিদুল হক সরকার, মো. তাহেরুল ইসলাম, মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, মো. আতাউর রহমান আতা, মঞ্জুর আহম্মেদ রুবেল, মো. খাদেমুল ইসলাম ও মো. তোহা।
এদিকে বিএনপি সমর্থিত সভাপতি ও সাদারণ সম্পদক পদে একাধিক প্রার্থীর নাম জানা গেছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি খতিবুদ্দিন আহম্মেদ, সাবেক সভাপতি মো. আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সমো. সাবেক সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও সিনিয়র আইনজীবী মো. আসির উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-বর্তমান সাধারণ সম্পাদক মো. এমাম আলী, সিনিয়র আইনজীবী মোল্লা মো. সাখাওয়াত হোসেন ও আ ন ম হাবিবুল্লাহ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সভাপতি ও সাধারণ পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, মো. আবু তালেব ও মো. মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- মো. ফজুলর রহমান, মো. আজফার হোসেন চৌধুরী (বঙ্গবাবু)।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বাংলা ১৪২৩ সনের নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. কাজেম উদ্দিন, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো. হাসনে ইমাম নয়ন ও মো. আব্দুর রউফ।
এদিকে আগামী ৭ এপ্রিল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আদালত পাড়া সরগরম হয়ে উঠেছে। আইনজীবীরা দৈনন্দিন স্বাভাবিক কাজ-কর্মের পাশাপাশি নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্ভাব্য প্রার্থীরাও এরই মধ্যে তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুরো আদালত পাড়ায় নির্বাচনী হওয়া বইছে। উল্লেখ্য, ১৫টি পদে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ শতাধিকের বেশী আইনজীবী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ