• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন |

ডোমারে অটিজম বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অটিজম বিষয়ক ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে অটিষ্টিক শিশুদের আত্মনির্ভরশীল হওয়া এবং তাদের শিক্ষার মুলধারায় সম্পৃক্ত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুিষ্ঠত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল ইসলাম বাবুল। প্রধান আলোচক ছিলেন, অটিজম ও এনডিডি বিষয়ক প্রধান প্রশিক্ষক প্রভাষক আব্দুর রহিম। ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ (এনএএএনডি) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপে জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ